মায়ের জন্মদিনের শতবর্ষ। তাই শনিবার গান্ধীনগরের বাড়িতে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার মোদী।
শহর কলকাতার আমন্ত্রিত দর্শকদের উপস্থিতিতে শব্দ ও আলোর এক অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনী নেতাজির জীবন ও তাঁর কাজ আধারিত ইতিহাস প্রাণবন্ত করে ফুটিয়ে তোলা হল। একুশ শতকীয় প্রযুক্তি দ্বারা তৈরি ২২ মিনিটের এই ‘প্রোজেকশন ম্যাপিং’ দর্শকদের মোহিত করে দিয়েছে।